তিনি বলেন, মাহমুদুর রহমান কুষ্টিয়া গিয়েছিলেন মামলার হাজিরা দিতে। জামিনও পেয়েছেন। জামিন পাওয়ার পর পরই তিনি দেখতে পেলেন চারদিক থেকে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাকে ঘিরে ফেলেছে। তখন তিনি কোর্টের কাছে সহায়তা চেয়েছেন, কোর্ট থেকে থানায় ফোন করা হলে ওসি কোনো ধরনের সহায়তা করেননি। তিনি বিভিন্নভাবে উচ্চ মহলে যোগাযোগ করার চেষ্টা করেছেন। এবং উচ্চ মহলের যোগাযোগ করার পরও কোনো ধরনের সহায়তা করেনি পুলিশ। বরং জোর করে কোর্ট থেকে বের করে সন্ত্রাসীদের কাছে তাকে তুলে দেওয়া হয়েছে।

রোববার নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, এই রাষ্ট্রযন্ত্র সম্পুর্ন ভাবে ভেঙ্গে পরেছে। আজকে পুলিশ যন্ত্র পুরোপুরি আওয়ামী লীগের হয়ে কাজ করছে। রাষ্ট্রের সকল যন্ত্র সরকারের ব্যবহারের যন্ত্রতে পরিনত হয়েছে। যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে আমি অবিলম্বে তাদের গ্রেফতারের দাবী জানাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here