পাটুরিয়া-দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় অলস সময় পার করছে প্রায় ৫ শাতাধিক যানবাহন। এতে উভয় ঘাট এলাকায় যাত্রী ও চালকদের চরম দুর্ভোগে পড়েছেন। তবে যাত্রী দুর্ভোগ কমাতে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়ি সেইসঙ্গে পচনশীল ও জরুরি পণ্যসামগ্রী বহনকারী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার হচ্ছে। মূলত তীব্র স্রোতের কারণে স্বাভাবিকভবে চলাচল করতে পারছে না ফেরিগুলো আবার তুলনামূলকভাবে যানবাহনের চাপ রয়েছে বেশি। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে ২১টি ফেরি রয়েছে। এর মধ্যে যাত্রী ও যানবাহন পারাপারে চলাচল করছে ১৯টি ফেরি। বাকি দুইটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে মেরামতে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here