বিভিন্ন সময় যাদের সন্তানকে গুম করা হয়েছে, সেসব পরিবারদেরকে গুমকারীদের ভোট না দেয়ার আহ্বান জানিয়েছে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘মায়ের ডাক’ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এই আহ্বান জানান। মান্না বলেন, ‘প্রতিবারই একই কথা শুনি। পাঁচ বছর ধরে একটা মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের পরিবারের সদস্যরা যে কেঁদে আকুতি জানাচ্ছে এই কান্না শেখ হাসিনার কানে যাবে না। তিনি বলেন, ‘অনেকেই যে গুম হয়ে গেছে একথা তারা জানে। তবে নির্বাচনের আগে আপনাদের কান্নার পাত্তা এই সরকার দেবে না। নির্বাচনের পর নতুন সরকার আসবে নাকি পুরানো বোতলে নতুন মদ আসবে একথা কেউ জানে না। তারা কোনও ভুল মানুষকে গুম করেনি। বুঝে শুনে গুম করা হয়েছে। এসব গুম মূলত রাজনৈতিক। যারা গুম হয়েছে তারা হয় বিএনপি করে আর না হয় অন্য দল করে। রাজনীতিতে ভয়ের ত্রাস কায়েম করে রাখার জন্য গুমকে জিইয়ে রাখা হয়েছে। এই অন্যায় অত্যাচারের প্রতিকার আছে। প্রতিজ্ঞা করুন, যারা আমার সন্তানকে নিয়ে গেছে তাদের কাউকে ভোট দেবেন না।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি আর আবরার,  বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং গুম হওয়া ব্যক্তির পরিবারের সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here