কুষ্টিয়া শহরে বাসের ধাক্কায় মায়ের কোল থেকে রাস্তায় ছিটকেপড়া শিশু আকিফার মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।

শিশু আকিফার বাবা বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন।

মামলায় গাড়ির চালক এবং দুই সহযোগীকে আসামি করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনা আইনে বেপরোয়া ভাবে গাড়ি চালানোর অভিযোগে মামলাটি করা হয়েছে।

আসামিদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করছি শিগগিরই আসামিদের ধরা সম্ভব হবে বলে জানান ওসি।

এর আগে রাত ৯টায় চৌড়হাস কবরস্থানে শিশুটির লাশ দাফন করা হয়।

জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড়ে দাঁড়িয়ে থাকা বাসের সামনে দিয়ে শিশু আকিফাকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছিলেন মা রিনা বেগম।

হঠাৎ চালক বাসটি চালিয়ে রিনা বেগমকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তার কোল থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় শিশু আকিফা।

দুপুরে এমন দুর্ঘটনার ভিডিওচিত্র ফেসবুকে ভাইরাল হলে তোলপাড় সৃষ্টি হয় জেলাজুড়ে। ফরিদপুর থেকে রাজশাহীগামী গঞ্জেরাজ নামে বাসটি দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা মা-মেয়েকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে শিশুটির অবস্থার অবনতি হওয়ায় তাকে সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

বৃহস্পতিবার ভোররাত সাড়ে চারটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আকিফা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here