বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতেও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা চলবে বলে জানিয়েছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাই কোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন।
খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার চালানোর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে তার করা আবেদন হাই কোর্টে খারিজ হয়ে গেছে। আজ রবিবার আদালতে খালেদার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেয়ার পর খালেদা জিয়াকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

গত ৫ সেপ্টেম্বর বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে হাজির হয়ে নিজের অসুস্থতার কথা জানিয়ে খালেদা জিয়া বিচারককে বলেছিলেন, তিনি বার বার আদালতে আসতে পারবেন না, বিচারক তাকে যতদিন খুশি সাজা দিতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here