২০১৯ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষা আগামী বছরের ২রা ফেব্রুয়ারিতে শুরু হয়ে ৫ই মার্চ পর্যন্ত চলবে। বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকারের স্বাক্ষর করা এসএসসি পরীক্ষার এ সময়সূচি প্রকাশ করা হয়।

সময়সূচি সংক্রান্ত নির্দেশনায় জানানো হয়, এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ২রা ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্র (আবশ্যিক) বিষয়ের মাধ্যমে শুরু হবে। এই পরীক্ষা দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। তত্ত্বীয় পরীক্ষা ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর ব্যবহারিক পরীক্ষা ২৭শে ফেব্রুয়ারি থেকে ৫ই মার্চ পর্যন্ত চলবে। নির্দেশনায় পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার কথা বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here