প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের অনুপস্থিতিতে ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত তার কার্যভার পালন করবেন আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী।

শনিবার আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের অনুপস্থিতিতে ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অথবা প্রধান বিচারপতির বিদেশ যাত্রার তারিখ থেকে পুনরায় সক্রিয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বাংলাদেশ সুপ্রিমকোর্ট, আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারক বিচারপতি মোহাম্মদ ইমান আলীকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করেছেন।’

শনিবার সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে ২৫ নভেম্বরের জন্য প্রকাশিত মামলার কার্যতালিকায় দেখা যায় বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে গঠিত বেঞ্চে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম চলবে।

সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা সাইফুর রহমান  বলেন, ‘‘প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের ২৫ নভেম্বর ভারতে যাচ্ছেন। সেখানে তিনি ভারতের সংবিধান দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here