ঢাকার বনানীতে বহুতল ভবনে আগুন, রশি বেয়ে নামার চেষ্টা

0
88

বিবিসি: রাজধানী ঢাকার বনানী এলাকায় এফ আর টাওয়ারে আগুন লেগেছে। ঘটনাস্থলের আকাশজুড়ে এখনো কালো ধোঁয়া দেখা যাচ্ছে।

ঘটনাস্থল থেকে বিবিসি বাংলার সংবাদদাতা জানিয়েছেন, বনানীর এফ আর টাওয়ারে বৃহস্পতিবার দুপুর একটার দিকে আগুন লাগে। ভবনের ভেতরে লোকজন আটকা পড়েছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

আগুনের সূত্রপাত কোথা থেকে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, ভবনের নীচে থেকেই আগুন লেগেছে।

এদিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে দায়িত্বরত কর্মীরা বিবিসি বাংলাকে জানিয়েছেন, ১৭ নম্বর সড়কের এফ আর টাওয়ারে ১৯ তলা ভবনের ৭/৮ তলায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

আগুন থেকে বাঁচতে রশি বেয়ে নামার চেষ্টা
বিবিসির সংবাদদাতা তাফসির বাবু বলছেন, আগুন থেকে বাঁচতে ভবনের জানালা দিয়ে অনেকে নামার চেষ্টা করছেন।

রশি বেয়ে নামতে গিয়ে দুজন পড়ে গেছেন বলে ঘটনাস্থল থেকৈ জানান তিনি।

এখনো অনেক মানুষ ভেতরে আটকরা পড়ে থাকতে পারে বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here