বিশিষ্ট অভিনেতা টেলি সামাদের দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার বাদ আসর সবশেষ জানাজা শেষে মুন্সিগঞ্জের পারিবারিক গোরস্থানে বাবা-মার পাশে তাকে সমাহিত করা হয়। সেখান থেকে টেলিসামাদের ছেলে দিগন্ত সামাদ মুঠোফোনে বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেন। এর আগে এফডিসিতে আজ দুপুর ১২ টা ৩০ মিনিটে টেলি সামাদের তৃতীয় জানাজা সম্পন্ন হয়। এ সময় এফডিসিতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, তথ্য সচিব আবদুল মালেক, সংসদ সদস্য ও চিত্রনায়ক ফারুক উপস্থিত ছিলেন। এছাড়া পরিবারের সদস্যরা ছাড়াও অভিনেতা উজ্জল, আলমগীর, ইলিয়াস কাঞ্চন, আলীরাজ, ড্যানি সিডাক, অমিত হাসান, জায়েদ খান, সম্রাট, অভিনেত্রী অঞ্জনা, নাসরিন, জেসমিন, সংগীতশিল্পী মোহাম্মদ রফিকুল আলম, ফকির আলমগীর, প্রযোজক নাসির উদ্দিন দিলু, নাদের খান, রশিদুল আমিন হলি, খোরশেদ আলম খসরু, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, মনতাজুর রহমান আকবর, ইস্পাহানী আরিফ জাহান, নোমান রবিনসহ অনেক প্রযোজক ও পরিচালক উপস্থিত ছিলেন। গুণী এই অভিনেতার শেষ ইচ্ছে অনুযায়ী মুন্সিগঞ্জের পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হয়। প্রসঙ্গত, শনিবার দুপুর দেড়টার দিকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেতা টেলি সামাদ।

তার বয়স ছিল ৭৪। খাদ্যনালী, ফুসফুসের সমস্যাসহ নানা রোগে তিনি ভুগছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here