মশা নিধনে মোটরসাইকেলে চড়ে ওষুধ স্প্রে

0
61

মোটরসাইকেলে চড়ে মশা নিধনের ওষুধ স্প্রে করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বুধবার দুপুরে গুলশান-২ এ আয়োজিত সামাজিক সচেতনতামূলক প্রচারণায় অংশগ্রহণ শেষে তিনি এ কথা জানান।

মেয়র বলেন, মশা নিধনের গতিবৃদ্ধির জন্য সি‌টি কর্পোরেশ‌নের মশানিধন কর্মী দুজন থেকে বৃদ্ধি করে পাঁচজন করা হবে। এখন থেকে মশা নিধনের জন্য মোটরসাইকেলে করে ওষুধ স্প্রে করা হ‌বে। এর মাধ্যমে অতি দ্রুত এডিস মশার প্রজনন ধ্বংস করা সম্ভব হবে।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সব জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান মেয়র আতিকুল ইসলাম।

এছাড়া উত্তরের সব স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গুরোগের চিকিৎসা দেয়ার আহ্বান জানান মেয়র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here