হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ হাজার ৮৮৪ জন

0
58

স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে মঙ্গলবার দুপুরে এসব তথ্য জানানো হয়েছে। হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ঢাকা ও ঢাকার বাইরে ১২শ নতুন রোগী ভর্তি হয়েছে। এই সংখ্যা আগের দিনের চেয়ে ৪৩ শতাংশ কম।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক সানিয়া তাহমিনা জানান,  ‘গত কয়েক দিন ডেঙ্গু রোগী ভর্তি কম হচ্ছে। এটা ঈদের ছুটির কারণে নাকি অন্য কোনো কারণে, তা বলার সময় এখনো আসেনি। কোনো মন্তব্য বা আশাবাদ ব্যক্ত করলে তা বিজ্ঞান ভিত্তিক হবে না।’  গত ২৪ ঘণ্টায় ঢাকা ও ঢাকার বাইরে ১২শ নতুন রোগী ভর্তি হয়েছে। এই সংখ্যা আগের দিনের চেয়ে ৪৩ শতাংশ কম।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫৯৯ জন ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৬০১ জন নতুন রোগী ভর্তি হয়েছিলো।
নতুন রোগী যেমন কম ভর্তি হচ্ছে, সেই তুলনায় ছাড়পত্র নিয়ে বেশি মানুষ হাসপাতাল ছাড়ছে। গতকাল ১ হাজার ২০০ জন ভর্তি হয়েছিলো, আর ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছিলো ১ হাজার ৬৫৯ জন। এ বছর সারা দেশের সরকারি, বেসরকারি হাসপাতালে ৪৪ হাজার ৪৭১ জন ভর্তি হয়েছিলো। আর সুস্থ হয়ে বাড়ি গেছে ৩৬ হাজার ৮৮৪ জন।

সংবাদ ব্রিফিংয়ে সানিয়া তাহমিনা বলেন, ‘গত কয়েক দিনে ডাক্তার ও নার্সরা হাসপাতালে অক্লান্ত পরিশ্রম করেছেন। তাদের ঈদের ছুটিও বাতিল হয়েছে। তারা সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালক সমীর কান্তি সরকার, হাসপাতাল সেবা শাখার ব্যবস্থাপক সত্যকাম চক্রবর্তী, কন্ট্রোল রুমের সহকারী পরিচালক আয়শা আক্তার উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here