আবরার হত্যাকাণ্ডে যুক্তরাজ্যের নিন্দা!

0
78

বাংলা খবর ডেস্ক: গত রোববার রাতে বুয়েটের শেরেবাংলা হলে মেধাবী ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন আবরারের বাবা মো. বরকত উল্লাহ।

নৃশংস এই হত্যাকাণ্ডে উত্তাল পুরো দেশ। এবার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশে অবস্থিত যুক্তরাজ্য দূতাবাস।

যুক্তরাজ্য দূতাবাস তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে লেখে, ‘#BUET-এ ঘটে যাওয়া ঘটনায় আমরা বিস্মিত ও মর্মাহত। যুক্তরাজ্য বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার ও আইনের শাসন প্রসঙ্গে নিঃশর্তভাবে অঙ্গীকারবদ্ধ।’

এর আগে গত মঙ্গলবার বিকেলে জার্মান দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার নিন্দা জানিয়ে লেখে, ‘মত প্রকাশের স্বাধীনতা প্রতিটি গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। এটি বাকস্বাধীনতার স্বতন্ত্র অধিকার এবং মতামতের স্বাধীনতার পাশাপাশি সেই মতামত প্রকাশ্যে প্রকাশের অধিকারের নিশ্চয়তা দেয়। জার্মান সরকার নিজ দেশে ও বিশ্বব্যাপী সেই অধিকারগুলো জোর দিয়ে সমর্থন করে। আমরা এই নীতিগুলোর কোনো লঙ্ঘনকে শাস্তিবিহীন না রাখার পক্ষে অবস্থান করি। ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস গতকালের বুয়েট ছাত্র খুন হওয়ায় গভীরভাবে শোকাহত। জার্মান দূতাবাস নিহত ছাত্রের পরিবারের প্রতি সমবেদনা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here