অকৃতকার্য হয়েও বিচারপতির ছেলে আইনজীবী : রিট শুনছেন হাইকোর্ট

0
94

বাংলা খবর ডেস্ক: বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ার পরও এক বিচারপতির ছেলেকে সরাসরি হাইকোর্টের আইনজীবী ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ করার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের রিটের শুনানি শুরু হয়েছে।

অবশেষে মঙ্গলবার প্রথম দিনের শুনানি শেষে বুধবার (১৮ ডিসেম্বর) পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। আজ হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনিক আর হক, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও অ্যাডভোকেট ইশরাত হাসান। অপরপক্ষে ছিলেন ব্যারিস্টার এম আমির উল ইসলাম। এ রিট আবেদনের শুনানিতে আইনজীবী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে পরিপূর্ণ ছিল এজলাস কক্ষে।

এর আগে রিটে বিচারপতির ছেলের নাম থাকায় গত ২১, ২৮ নভেম্বর ও ১৫, ১১ ডিসেম্বর যথাক্রমে হাইকোর্টের চারটি পৃথক বেঞ্চ রিট আবেদনটি শুনতে বিব্রতবোধ ও অপারগতা প্রকাশ করেন।

এরপর ২৮ ডিসেম্বর রিটটি শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্টের ওই দ্বৈত বেঞ্চ। গত ২১ নভেম্বর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও অ্যাডভোকেট ইশরাত হাসান ওই রিট দায়ের করেন।

রিট আবেদনে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় কয়েকবার অংশ নিয়েও কৃতকার্য হতে পারেননি হাইকোর্টের বিচারপতি আবু জাফর সিদ্দিকীর ছেলে মো. জুম্মান সিদ্দিকী। অথচ গত ১৯ সেপ্টেম্বর জুম্মান সিদ্দিকীকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত করে গত ৩১ অক্টোবর গেজেট প্রকাশ করা হয়।

রিটে ওই গেজেট এবং ১৯৭২ সালের বাংলাদেশ বার কাউন্সিল অর্ডারের ২১(১)(খ) ও ৩০(৩) ধারা চ্যালেঞ্জ করা হয়েছে। জুম্মান সিদ্দিকীসহ বার কাউন্সিলের সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here