হজযাত্রীদের বাড়তি বিমান ভাড়া প্রত্যাহারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

0
87

বাংলা খবর ডেস্ক: হজযাত্রীদের বাড়তি বিমান ভাড়া প্রত্যাহারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ হজযাত্রী কল্যাণ পরিষদ। ভাড়া না কমালে আগামী রোববার (২ ফেব্রুয়ারি) মতিঝিলে বিমান অফিসের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ড. আব্দুল্লাহ আল নাসের বলেন, হজযাত্রীদের ওপর বর্ধিত ভাড়া চাপিয়ে সারা বছরের লোকসান পুষিয়ে নিচ্ছে এয়ারলায়ন্সগুলো।

তিনি বলেন, জেট ফুয়েলের দাম কমায় ভাড়া বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই।

বিমানের নির্ধারিত ভাড়া অনুসারে প্রত্যেক যাত্রীর অতিরিক্ত খরচ হবে ৫২ হাজার টাকা। ভাড়া কমিয়ে এক লাখেরও কম করা এবং মধ্যপ্রাচ্যভিত্তিক এয়ারলাইন্সগুলোকে হজযাত্রী পরিবহনে সম্পৃক্ত করার দাবি জানান তিনি।

সৌদি এয়ারলাইন্সের টিকিট বিক্রিতে সিন্ডিকেটের অভিযোগ করে এজেন্সিগুলোর কাছে সমহারে টিকিট বিক্রির ব্যবস্থা নিশ্চিতের দাবি জানান সংগঠনের সভাপতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here