মুজিব বর্ষে পুরো শিক্ষাব্যবস্থা অটোমেশনের আওতায় আনা হবে

0
57

বাংলা খবর ডেস্ক: সরকার মুজিববর্ষকে শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ করে রাখতে চায় না, বছরটিকে স্মরণীয় করে রাখতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হৃদয়ে ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (১ মার্চ) সকালে রাজধানীর শিক্ষা ভবনে শিক্ষা প্রতিষ্ঠানের পরিদর্শন নিরীক্ষা অধিদপ্তরের আয়োজনে অধিদপ্তরের অটোমেশন সফটওয়্যারের উপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানের সময় উপরোক্ত কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মুজিববর্ষ উপলক্ষে সরকার সমস্ত শিক্ষাব্যবস্থাকে অটোমেশনের আওতায় নিয়ে আসবে।

মন্ত্রী আরও বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানের এবং শিক্ষকদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা খুবই জরুরি। পাশাপাশি আমরা যারা শিক্ষা পরিবারের সাথে আছি আমাদের নিজেদের জবাবদিহিতা নিশ্চিত করাও জরুরি। আমাদের মূল কাজ হলো জাতিকে শিক্ষিত করে গড়ে তোলা। জাতিকে দক্ষ করে গড়ে তোলা, দেশপ্রেমিক করে গড়ে তোলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here