কুয়েতে দূতাবাসে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

0
109

বাংলা খবর ডেস্ক: যথাযোগ্য মর্যাদায় কুয়েতে বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বেলা ১১টাকা কুয়েতের মিসিলায় রাষ্ট্রদূত এস এম আবুল কালামের সভাপতিত্বে ও কাউন্সিলর দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে সভায় আলোচনা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভের অসামান্য অর্জনকে স্মরণ করেছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস।

অনুষ্ঠানের শুরুতে দূতাবাসের কল্যাণ সহকারী ফরিদ হোসেন কুরআন তেলাওয়াত করেন। পরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দূতাবাস কর্মকর্তারা।

সভায় রাষ্ট্রপতির বাণী পাঠ করেন ডিফেন্স এট্যাসি বিগ্রেডিয়ার জেনারেল মো. আবু নাসের, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সির পাসপোর্ট ও ভিসা সচিব জহিরুল ইসলাম খাঁন।

দিবসের উপর আলোচনা সভায় সমাপনী বক্তব্য রাখেন রাষ্ট্রদূত এস এম আবুল কালাম। এ সময় আরও উপস্থিত ছিলেন দূতাবাসের দ্বিতীয় সচিব নিয়াজ মুর্শেদ খান, সোনালী ব্যাংক কর্মকর্তা মো. জাকির হোমেন মজুমদারসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও কুয়েতের ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here