সাজেকে চলছে মৈত্রী সেতু নির্মাণের কাজ, পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

0
481

বাংলা খবর ডেস্ক: রাঙামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী ঠেগামুখ স্থলবন্দর ও বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু বাস্তবায়ন কাজ পরিদর্শন করেছেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে এসব কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এর আগে দুপুরে হেকিপ্টারে বরকলের ছোটহরিণা ব্যাটালিয়ন-১২ বিজিবির ঠেগামুখ বিওপিতে অবতরণ করেন। এরপর তিনি সীমান্ত সড়কের একাংশ, ঠেগামুখ স্থলবন্দর এবং বাংলাদেশ-ভারত মৈত্রী সেতুর বাস্তবায়ন কাজ পরিদর্শন করেন এবং কাজের সন্তোষ প্রকাশ করেন।

তার সফর সঙ্গী ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, পুলিশের আইজিপি জাবেদ পাটোয়ারী, বিজিবির ডিজি সাফিনুল ইসলাম, আনসার অ্যান্ড ভিডিপির ডিজি মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, র‌্যাবের ডিজি বেনজীর আহমেদসহ অন্যান্যরা।

প্রকল্প কাজ পরিদর্শনকালে ২৬ ইসিবির মেজর সাখাওয়াত, প্রস্তাবিত সীমান্ত সড়ক বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্রিফিং দেন। পরে পরিদর্শন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে ধন্যবাদ জানান।

পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সফর সঙ্গীসহ হেলিকপ্টারে বাকলাইপাড়া সেনা ক্যাম্পের উদ্দেশে ঠেগামুখ ত্যাগ করেন।

এর আগে সকালে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-উদয়পুর ২০ কিলোমিটার নির্মাণাধীন সড়ক পরিদর্শন করে গেছেন। পরিদর্শনের সময় তার সফর সঙ্গী ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ছাড়াও মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার, রাঙামাটি জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here