করোনা পরিস্থিতির মধ্যেই পদ্মাসেতুর সবকটি পিয়ারের কাজ সম্পন্ন

0
86

বাংলা খবর ডেস্ক: অবশেষে শতভাগ সম্পন্ন হলো কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতুর ৪২টি পিয়ারের কাজ। সর্বশেষ সেতুর ২৬ নম্বর পিয়ারটি কংক্রিটিংয়ের কাজ শেষ হলো মঙ্গলবার (৩১ মার্চ)। করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেও এমন কাজকে আশা জাগানিয়া বলে মনে করছে সাধারণ মানুষ।

সব পিয়ারের কাজ শেষ করাকে পদ্মা সেতুর ইতিহাসে অন্যতম অর্জন বলে মনে করছেন প্রকল্প পরিচালকও। পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টায় পিয়ার-২৬ এর কংক্রিটিংয়ের কাজ শুরু হয়। সংশ্লিষ্ট প্রকৌশলী ও নির্মাণ শ্রমিকদের প্রচেষ্টায় রাত ৯টা ১৫ মিনিটে এই কাজ শেষ হয়।

এর আগে গত ১৬ মার্চ রাত ১২টার দিকে ৪১তম পিয়ারের এর কাজ শেষ হয়। এদিকে ইতোমধ্যে ২৭টি স্প্যান বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর চার হাজার ৫০ মিটার দৃশ্যমান হয়েছে।

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। নানা চড়াই-উৎরাই পেরিয়ে এগিয়ে যাচ্ছে এই সেতুর কাজ। পর্যায়ক্রমে ৪২টি পিয়ারের ওপর ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হবে।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর আগামী ২০২১ সালেই খুলে দেয়া হবে। বহুল কাঙ্ক্ষিত এই সেতুটি চালু হলে পাল্টে যাবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চেহারা। চাঙ্গা হবে গোটা দেশের অর্থনীতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here