হাত হারানো রাজীবকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

0
110

বাসচাপায় হাত হারানো তিতুমির কলেজের ছাত্র রাজীব হোসেনকে কেন এক কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। পাশাপাশি আহত ছাত্রের চিকিৎসার ব্যয় বহন করতে বিআরটিসি ও স্বজন পরিবহনকে নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার (৪ এপ্রিল) সকালে আইনজীবী রুহুল কুদ্দুসের করা রিটের আবেদনের প্রেক্ষিতে এই রুল দেয় বিচারপতি সালমা মাসুদ ও এ কে এম জহিরুল হকের বেঞ্চ। বেপরোয়া বাস চালানো বন্ধে বিদ্যমান ট্রাফিক আইনের আওতায় কেনো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না তাও জানতে চেয়েছে আদালত। যাত্রী নিরাপত্তায় নতুন আইন প্রণয়নের প্রয়োজন বলে মনে করছে সর্বোচ্চ আদালত।
গতকাল মঙ্গলবার যাত্রাবাড়ী থেকে বিআরটিসি বাসে চড়ে কলেজ যাচ্ছিলেন্ ভিড়ের কারণে দরজার পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি। পাশ থেকে স্বজন পরিবহণের একটি বাস এসে চাপা দিলে রাজিবের হাত ছিন্ন হয়ে যায়। পরে শমরিতা হাসপাতালে নেয়া হলে রাজীরে হাত আর সংযোগ করা সম্ভব হয়নি। তিতুমির কলেজের বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিলেন রাজীব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here