বাংলাদেশে শরণার্থী হয়ে আসা মুসলিম রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে এখনো প্রস্তুত নয় মিয়ানমার। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সহকারী মহাসচিব উরসুলা ম্যুলার ছয়দিনের মায়ানমার সফর শেষ করে একথা জানান।
মুলার বলেন, ‘আমি সেখানে যা দেখলাম ও শুনলাম, কোনো ধরণের চিকিৎসা সেবার ব্যবস্থা নেই, নিরাপত্তাহীনতা, ক্রমাগত স্থানচ্যুতি চলছেই। প্রত্যাবাসনের সহায়ক কোনো পরিবেশ এখানে নেই।’ গত বছরের আগস্টে রোহিঙ্গাদের ওপর গণহত্যা শুরু করার পর মুলার প্রথম কোনো উচ্চপদস্থ জাতিসংঘ কর্মকর্তা যিনি মিয়ানমারে প্রবেশের সুযোগ পান।
বার্তাসংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মিয়ানমারকে সহিংসতা থামাতে বলেছি। রাখাইনের পরিস্থিতি স্বাভাবিক করে পূর্ণ মর্যাদার সাথে রোহিঙ্গাদের ফিরিয়ে আনার দাবি জানিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমি রোহিঙ্গাদের পুড়িয়ে দেয়া গ্রামগুলো দেখেছি। সেখানে বুলডোজার দিয়ে ধ্বংসাবশেষ পরিষ্কার করে সব সমান করে ফেলা হয়েছে। তবে, সেখানে যার যার জায়গা রোহিঙ্গাদের ফিরিয়ে দেয়া হবে এমন কোনো কার্যক্রম দেখিনি বা শুনিনি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here