কোটা নিয়ে তরুনদেরকে আর যেনতেন বুঝ দেয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
ফেসবুকে এক বার্তায় তিনি জানিয়েছেন, প্রচলিত ধারনা ছিলো সেই ছাত্র সমাজ আর নাই, সেই রাজনৈতিক সচেতনতা আর নাই, সেই ডাকসু নাই, এখনকার ছাত্র সমাজ প্লাস্টিক হইয়া গেছে। বুকে হাত দিয়ে বলতে পারবো না, আমি কখনোই এই সন্দেহে ভুগি নাই।
তবে এই কয়দিনের পরিস্থিতি পর্যবেক্ষন করে যে কথা বলতে চাই, আমাদের তরুনদের উপর ভরসা রাখতে পারে বাংলাদেশ। চাইলেই আর তাদেরকে যেনতেন একটা বুঝ ধরাইয়া দেয়া যাচ্ছে না।
আশা করবো, তারা রিজিওনাল এবং আন্তর্জাতিক বিষয় আশয়েও নজর রাখবে। নাহলে এই জটিলস্য জটিল দুনিয়ায় রাষ্ট্র এবং জাতিসত্তা হিসাবে ভালো ভাবে টিকে থাকা মুশকিল হবে।
আরো আশা করবো, আমাদের রাজনৈতিক দলগুলোও এই পরিবর্তিত জনগোষ্ঠীর রুচি, চাহিদা, আর অন্তরের ডাক মাথায় নিয়ে এক নতুন দিনের রাজনীতির সূচনা করবেন, আত্মমর্যাদাসম্পন্ন মানুষদের জন্য উপযোগী রাজনীতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here