পশুর মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৭৫ লাখ টাকা জরিমানা

0
217

বাংলা খবর ডেস্ক: গরু, মহিষ, ছাগল, মুরগিসহ বিভিন্ন প্রাণীর মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ এবং ভ্যাকসিন বিক্রির দায়ে রাজধানীর ফকিরাপুলের অ্যাডভান্স অ্যানিমেল সায়েন্স কোং লিমিটেডের এমডিসহ ছয় কর্মকর্তাকে দুই বছর করে জেল দিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া কোম্পানিটিকে ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে ফকিরাপুলের ১৪৯/এ ডিআইটি এক্সটেনশন এভিনিউয়ের চতুর্থ তলায় থাকা প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় র‍্যাব।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী মাজিস্ট্রেট সারওয়ার আলম। একই সময় প্রতিষ্ঠানটির লালমাটিয়া হেড অফিসেও অভিযান চালানো হয়।

এ সময় র‍্যাব দেখতে পায় গরু, মহিষ, ছাগল, মুরগিসহ বিভিন্ন প্রাণীর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যে সব ভ্যাকসিন ব্যবহার করা হয় সেগুলোর অনেকগুলোর মেয়াদ শেষ হয়েছে ছয় বছর আগে। অথচ রাজধানীর বিভিন্ন জায়গায় এখনও বিক্রি হচ্ছে এ সব ভ্যাকসিন।

র‍্যাবের নির্বাহী মাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ওই প্রতিষ্ঠানের ১০ কোটি টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ভ্যাকসিন জব্দ করা হয়েছে। যার মধ্যে অনেকগুলোর মেয়াদ ২০১২-১৩ সালেই শেষ হয়েছে। এ জন্য প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে এবং ছয় কর্মকর্তাকে দুই বছর করে জেল দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here