ভোট শেষ, পোস্টার-ব্যানার অপসারণ শুরু

0
970

বাংলা খবর ডেস্ক: নির্বাচন শেষে পোস্টার-ব্যানার অপসারণ শুরু করেছে সিটি করপোরেশনের কর্মীরা। রোববার সকাল থেকে এ অপসারণ অভিযান শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, উত্তর সিটির কারওয়ান বাজার থেকে ফার্মগেটে রাস্তার দু-পাশে সাঁটানো মেয়র, কাউন্সিলর প্রার্থীদের পোস্টার-ব্যানার অপসারণ করছে করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরা।

এদিকে রাজধানীর এলিফ্যান্ট রোডে উড়োজাহাজ মসজিদের সামনে, বাসাবো, খিলাগাঁও এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র ও ওয়ার্ড কমিশনারদের পোস্টার ও ব্যানার অপসারণ করতে দেখা গেছে।

পরিচ্ছন্নকর্মীরা জানান, প্রথম দফায় তারা প্রধান প্রধান সড়কে লাগানো পোস্টার ও ব্যানার অপসারণ করবে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে গোটা শহর পোস্টার ও ব্যানারমুক্ত হবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here