চসিক নির্বাচনে মনোনয়ন সংগ্রহ করলেন ১৪ কাউন্সিলর

0
720

বাংলা খবর ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর দ্বিতীয় দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৪ জন কাউন্সিলর প্রার্থী। তবে এখনও কোনো মেয়র প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেননি বলে জানান চট্টগ্রাম অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল আলম।

তিনি বলেন, মঙ্গলবার পর্যন্ত ১০টি ওয়ার্ডের ১৪ জন কাউন্সিলর তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নগরীর সিটি করপোরেশনের ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডে ২ জন, ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে ১ জন, ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে ২ জন, ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডে ১ জন, ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে ২ জন, ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডে ১ জন, ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডে ১ জন, ৩৩ নম্বর ফিরিঙ্গি বাজার ওয়ার্ডে ১ জন, ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডে ১ জন, ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে ২ জন আগ্রহী কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

প্রসঙ্গত, এবার চসিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ মার্চ। তফসিল অনুযায়ী, মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি)। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ তারিখ ১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মার্চ। এছাড়া ৯ মার্চ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। এবারের নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here