১৬০ কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ফারমার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি ও তার ছেলে রাশেদুল হক চিশতিসহ ৪ জনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ৩ এপ্রিল তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পুলিশের স্পেশাল ব্রাঞ্চে নোটিশ পাঠায় দুদক।
দুদকে অভিযোগে বলা হয়েছে, মাহবুবুল হক চিশতী তার পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে ১৬০ কোটি টাকা জমা করেছেন। যা ঘুষ হিসেবে এসেছে বলে উল্লেখ রয়েছে।
ফারমার্স ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তারাও অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগে রয়েছে। ঘুষ গ্রহণ ও অর্থ আত্মসাতের অভিযোগের পাশাপাশি তাদের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাবও খতিয়ে দেখছে দুদক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here