‘প্রধানমন্ত্রী বস্তিবাসীর কল্যাণে ব্যাপক কাজ করেছেন’

0
56

বাংলা খবর ডেস্ক: নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বস্তিবাসীর কল্যাণে ব্যাপক কাজ করেছেন। এরই ধারাবাহিকতায় পৌরসভার ৬টি বস্তিতে ১০১টি আধুনিক টয়লেট নির্মাণ, ৩০টি ডাস্টবিন, ৩ হাজার ৫৪ মিটার রাস্তা নির্মাণ, ৯৩৪ মিটার ড্রেন নির্মাণ, সুপেয় পানির জন্য ৪৪টি টিউবওয়েল স্থাপন, ২৩টি সোলার প্যানেলের মাধ্যমে সড়ক বাতির ব্যবস্থা করা হচ্ছে।

বুধবার (৪ মার্চ) জেলা শহরের নাগড়া সওদাগর পাড়া বস্তি উন্নয়ন কাজ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প ইউজিআইআইপির আওতায় ৪ কোটি ৫ লাখ ৮২ হাজার টাকা ব্যয়ে পৌরসভার পূর্ব চকপাড়া রেলওয়ে কলোণি বস্তি, সাতপাই রেলওয়ে কলোনি বস্তি, পূর্ব মইনপুর বস্তি, মাহমুদপুর বস্তি, নাগড়া সওদাগর পাড়া বস্তি, সাতপাই রেলক্রসিং দক্ষিণ বস্তির উন্নয়ন কাজ উদ্বোধন করা হয়।

বস্তি উন্নয়ন কর্মকর্তা আবুল হাসনাত শরীফের সভপতিত্বে এবং সার্ভেয়ার রফিকুল ইসলাম হাওলাদার মিলনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন প্যানেল-১ আমির বাশার, পৌরসচিব ফারুক ওয়াহিদ, প্রকৌশলী কাজী নুরননবী, সংরক্ষিত নারী কাউন্সিলর শিমুল চৌধুরী বেবী ও ওয়ার্ড কাউন্সিলর ফজলুল হক প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here