‘মানবাধিকার সূচকে অনেক দেশ থেকে এগিয়ে বাংলাদেশ’

0
322

বাংলা খবর ডেস্ক: বাংলাদেশ সরকার মানবাধিকার সূচকে অনেক ভালো করেছে এবং ক্ষেত্রবিশেষে এশিয়ার অনেক দেশ থেকেও এগিয়ে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বুধবার (১১ মার্চ) সকালে গুলশানের লেকশোর হোটেলে এসডিজি বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শাহরিয়ার আলম বলেন, দেশের মানবাধিকার সুরক্ষিত হলে অনেকাংশে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রতি বছর এসডিজি বাস্তবায়নে ৬৬ বিলিয়ন ডলার দরকার। এসডিজি বাস্তবায়নে বেসরকারি উন্নয়ন সংস্থার রয়েছে অপরিসীম ভূমিকা। এসডিজি বাস্তবায়নে শতকরা ৬৪ ভাগই আসে বেসরকারি খাত থেকে।

তিনি বলেন, আমাদের কিছু চ্যালেঞ্জ রয়েছে এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে, এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সরকারি-বেসরকারি সংস্থাগুলোর শক্তিশালী অংশীদারিত্ব প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন— গ্লোবাল ক্যাম্পেইন ফর এডুকেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর রাশেদা কে চৌধুরী, দক্ষিণ এশিয়ার ওয়াটার এইডের ডিরেক্টর মো. খাইরুল ইসলাম ও সিপিডির আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য প্রমুখ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here